Home / বিনোদন / বক্স অফিসে হিট-ফ্লপের খতিয়ান

বক্স অফিসে হিট-ফ্লপের খতিয়ান

২০১৭ সালের বলিউড ছিল বৈচিত্র্যে ভরপুর। বাহুবলির ঝড় যেমন বয়ে গেছে বলিউডে, তেমনি শাহরুখ ও সালমান খানের মতো বড় তারকারাও একটি করে ফ্লপ ছবি দিয়েছেন বলিউডকে। যদিও তাঁদের পরবর্তী ছবির আয় দুজনের মুখেই হাসি ফুটিয়েছে। আর এই আয় অনুসারে ২০১৭ সালের সফল ও ব্যর্থ ছবির তালিকা তৈরি করেছে বলিউড বক্স অফিস। চলুন ইন্ডিয়া টুডের সৌজন্যে এক নজরে দেখে নিই আয়ের হিসেবে বিগত বছর মাতিয়েছে কোনো চলচ্চিত্রগুলো।

মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা : ২৮৬

হিন্দি : ২১৯

‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করতে ৩০০ বার কাঁচি!

ডাবকৃত চলচ্চিত্র : ৫৯

অ্যানিমেশন : ১

অনূদিত অ্যানিমেশন : ৪

ইংরেজি চলচ্চিত্র : ৩

বক্স অফিস বিস্ময় : বাহুবলি ২

সুপার-ডুপার হিট : টাইগার জিন্দা হ্যায়

রণবীরের পরিবার দীপিকাকে দিল হীরের গহনা

সুপার হিট : গোলমাল এগেইন

হিট : বদ্রিনাথ কি দুলহানিয়া, সিক্রেট সুপারস্টার

সেমি হিট : জলি এলএলবি ২, হিন্দি মিডিয়াম, টয়লেট : এক প্রেম কথা, জুডুয়া ২, ফুকরে রিটার্নস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮ (অনূদিত)

বাজেটের তুলনায় দ্বিগুণ আয়কারী চলচ্চিত্র : দ্য গাজি অ্যাটাক, বেরিলি কি বরফি, শুভ মঙ্গল সাবধান, নিউটন, থর: রাগনারক (ডাবকৃত), লিপস্টিক আন্ডার মাই বুরখা, ইত্তেফাক, তুমহারি সুলু, অ্যানাবেল : ক্রিয়েশন (অনূদিত), কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কেল (অনূদিত), জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল

ব্যবসা সফল : রইস, মম, মুবারাকান, লোগান, কং, স্পাইডারম্যান হোম কামিং (অনূদিত)

গড়পড়তা : শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস

Check Also

জন্মদিনে আংটি বদল করবেন দীপিকা?

৩২টি বসন্ত পার করেছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ১০ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো …

অপূর্ব-মৌসুমির ‘তোমার আমার রং’

জিয়াউল ফারুক অপূর্ব ও মৌসুমি হামিদ জুটির নতুন নাটক ‘তোমার আমার রং’। হুমায়ুন রশীদ সম্রাট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *